সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ভারতে করোনার তৃতীয় ঢেউ; একদিনে আক্রান্ত আড়াই লাখ 


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২২ ২১:৫৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:৫৯

 

প্রভাত ফেরী: ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার তৃতীয় ঢেউয়ে একদিনের সর্বোচ্চ রেকর্ড আজ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫০ হাজার জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৩৮০ জন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪ জনের। 

যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার।

প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ৩.০৮ শতাংশ। এবং ৯৫.৫৯ শতাংশ সুস্থ হচ্ছে।

ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জন।

মৃত্যু সংখ্যায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র (৮ লাখ ৬৬ হাজার ৮৮২ জন) ও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (৬ লাখ ২০ হাজার ৪১৯ জন), এর পরই ভারতের অবস্থান।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top