সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে পরিবর্তন


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৩ ০০:৫৭

আপডেট:
১৭ মে ২০২৪ ২৩:৩০

ছবি: সংগৃহীত


সম্প্রতি অভিবাসীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিরুদ্ধে রায় দিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকোর্ট। এই রায় দেশটিকে দীর্ঘদিন অভিবাসীদের আটক রাখার নীতি থেকে সরিয়ে এনেছে।

শুক্রবার অস্ট্রেলিয়া ঘোষণা করে, তারা অনির্দিষ্টকালের জন্য আটকে থাকা অভিবাসীদের মুক্তি দেওয়া শুরু করবে। দেশটির হাইকোর্ট অনির্দিষ্টকালের জন্য অভিবাসীদের আটকে রাখার বিরুদ্ধে রায় দেওয়ার পরই ঘোষণাটি আসে।


একজন রোহিঙ্গার মামলার প্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। এই ব্যক্তিকে শিশু নিপীড়নের জন্য আটক করা হয়েছিল। তাকে দেশে পাঠাতে পারেনি তারা।
আশ্রয় নীতিতে পরিবর্তন
হাইকোর্ট বুধবার রায় দিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা ‘বেআইনি’।


যদি ফেরত পাঠানোর কোনো সুযোগ না থাকে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কাউকে আটকে রাখা যাবে না।
১৯৯২ সালের অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি এবং ২০০৪ সালের আইন অনুযায়ী এত দিন তা করা যেত। এই নীতির লক্ষ্য ছিল ভিসা ছাড়া নতুন অভিবাসন নিরুৎসাহিত করা।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআরের অস্ট্রেলিয়ার আঞ্চলিক প্রতিনিধি আদ্রিয়ান এডওয়ার্ডস বলেন, ‘ইচ্ছামতো ও অনির্দিষ্টকালের জন্য এভাবে আটক রাখার বিষয়ে আমরা এক দশক ধরে উদ্বেগ প্রকাশ করেছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top