সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশে করোনার প্রভাব: আক্রান্ত একজন এমপি এবং ৬৭৭ পুলিশ


প্রকাশিত:
২ মে ২০২০ ২১:২২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৩:৪৩

 

প্রভাত ফেরী: নওগাঁ-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি। বর্তমানে তিনি ন্যাম ভবনে হোম আইসোলেশনে আছেন। ভবনটি লকডাউন করা হয়েছে। এই প্রথম একজন সংসদ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত বলে শনাক্ত হলেন।

জানা গেছে, ওই সংসদ সদস্য গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন। ঢাকায় আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকাল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ি জানা যায়, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের শুক্রবারের (১ মে) সর্বশেষ হেলথ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ২৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছেন ৫৭১ জন। মারা গেছেন ১৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। এছাড়া সুস্থ হয়েছেন ১৭৪ জন। যার ১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

পুলিশের ৬৭৭ সদস্য করোনায় আক্রান্ত: করোনা মহামারিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ৬৭৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন চার জন পুলিশ সদস্য, সুস্থ হয়েছেন ৫৫ জন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২২৫ জন, আইসোলেশনে আছেন ১৭৪ জন পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, সারা দেশের বিভিন্ন ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপিতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। শুক্রবার (১ মে) পর্যন্ত ডিএমপির ৩২৮ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবারই ডিএমপিতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চার জন পুলিশ সদস্য মারা গেছেন। সর্বশেষ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার এক উপ-পরিদর্শক (এসআই) মারা যান। এর আগে, এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই পুলিশ কনস্টেবল মৃত্যুবরণ করেন।

রাজারবাগ পুলিশ হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালের আওতায় এখন পর্যন্ত তিন শতাধিক পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে স্থান না হওয়ায় রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজসহ আরও কয়েকটি জায়গায় রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চিকিৎসক সংকটের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসক সংযুক্তির অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার পুলিশ হাসপাতালে জরুরি ভিত্তিতে ৩০ জন চিকিৎসক সংযুক্তি করার জন্য স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি ড. হাসান উল হায়দার বলেন, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আক্রান্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের বাইরেও আমাদের ব্যবস্থা রয়েছে। এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ হাসপাতালের বাইরে যেসব প্রতিষ্ঠানে আক্রান্তদের চিকিৎসা ও আইসোলেশনে রাখা হয়েছে তাদের কোনও একটি হাসপাতালে স্থানান্তর করতে পারলে ভালো হতো। করোনার সময় কোনও একটি বেসরকারি হাসপাতাল পুরোটাই পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা।

এদিকে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কনস্টেবল পর্যায়ের সদস্যরা। এর পরেই রয়েছেন এএসআই ও এসআই পদমর্যাদার সদস্যরা। তারা সরাসরি মাঠে কাজ করেন এবং ব্যারাকে অবস্থান করছেন। এজন্য এদের সবার সুরক্ষাসামগ্রী নিশ্চিত করার দাবি উঠেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top