১৩ মে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশীদের নিয়ে প্রথম ফ্লাইট আসবে ঢাকায়


প্রকাশিত:
৬ মে ২০২০ ২১:৫৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫২

মালিন্দো এয়ারলাইন্স, ফাইল ছবি

 

প্রভাত ফেরী: করোনা পরিস্থিতিতে মালয়েশিয়ায় আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে আগামী ১৩ মে। প্রাথমিক অবস্থায় প্রায় ১৫০ জনকে নিয়ে আসা হবে এই ফ্লাইটে। ঐইদিন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ফ্লাইটি সরাসরি ঢাকায় আসার কথা রয়েছে।

স্থানীয় সময় (৫ মে) মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় (CAAB অনুমোদন) ও মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর স্বপক্ষে দূতাবাসের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সম্পন্ন করছে।

এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও মেডিকেলের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জলিল।

উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১০৬ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫৬৭ জন।

এছাড়া দেশটিতে প্রায় ৬৩ বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হলেও অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।


বিষয়: করোনা


আপনার মূল্যবান মতামত দিন:


Top