সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


বাংলাদেশে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড, মৃত বেড়ে ৩২৮


প্রকাশিত:
১৮ মে ২০২০ ২০:০৫

আপডেট:
১৮ মে ২০২০ ২০:০৭

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: রবিবার ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ ১ হাজার ২৭৩ জন শনাক্ত হয়েছে। গত সপ্তাহ জুড়ে করোনা শনাক্তের সংখ্যা হাজারের ঘরে ছিল। এতে বোঝা যায়, যত বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে তত বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশে।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০ হাজার নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম সংক্রমণের দুই মাসেও নমুনা পরীক্ষা সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের সঠিক পরিস্থিতি বোঝা যাবে না। যেখানে বাংলাদেশে বেশিরভাগ করোনা রোগীর কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। একাত্তরতম দিনে রোববার পর্যন্ত দেশে করোনাভাইরাসে সংক্রমিত ২২ হাজার ২৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৪ জন। এ নিয়ে দেশে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা হলো ৩২৮।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে রোববার নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী ১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন ও চট্টগ্রাম বিভাগে ৫ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সি ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীতে ২০০টি আইসোলেশন শয্যা বেড়েছে। এখন ঢাকার হাসপাতাগুলোতে আইসোলেশন শয্যা রয়েছে ৩ হাজার ১০০টি। ঢাকার বাইরে আইসোশেলন শয্যার সংখ্যা ৬ হাজার ৩৪টি। সারা দেশে এখন ৩৩৯টি আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হয়েছে, ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০২টি। এই সংখ্যা আরও বাড়াতে কাজ চলছে বলে জানান অধ্যাপক নাসিমা। গত এক দিনে আরও ৩ হাজার ৬৩৪ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং সারা দেশে এখন ৪৯ হাজার ৪১৭ জন কোয়ারেন্টাইনে রয়েছে।

তিনি আরও বলেন, ৬৪ জেলায় ৬১৭টি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত। তৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সেবা দেওয়া যাবে ৩১ হাজার ১৬৫ জনকে। আর সারা দেশে আইসোলেশন শয্যা রয়েছে ৯ হাজার ১৩৪টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ১০০টি। ঢাকা সিটির বাইরে শয্যা রয়েছে ছয় হাজার ৩১৪টি। আর আইসিইউ সংখ্যা রয়েছে ৩৩৯টি, ডায়ালাইসিস ইউনিট রয়েছে ১০২টি।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অর্ধেকই ডিএমপির : দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রোববার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট দুই হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। এর মধ্যে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অর্ধেকই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের এক হাজার ৯৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাতজন। সবশেষ শনিবার চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে মোট আট পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন।


বিষয়: করোনা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top