সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


স্বাস্থ্য অধিদফতরে নতুন মহাপরিচালক খুরশীদ আলম


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ০০:৪০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৯:০২

 

প্রভাত ফেরী: স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নবনিযুক্ত ডিজি এতদিন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। এদিকে, বিতর্কের মুখে গত ২১ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য বিদায়ী মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। দুই বছরের চুক্তিতে থাকা অধ্যাপক আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তি বাতিল করেছে সরকার। বিতর্কের মুখে পদত্যাগ করা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এই আদেশের মধ্য দিয়ে ২১ জুলাই থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হলো, অর্থাৎ তিনি আর মহাপরিচালক পদে নেই। অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিলো সরকার।

এর আগে গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সচিবালয়ে নতুন ডিজি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সর্বোচ্চ পর্যায়সহ সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করে নেওয়া হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top