সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ভারতে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক ধরণ ‘এ২এ’


প্রকাশিত:
৪ আগস্ট ২০২০ ২১:২৩

আপডেট:
৪ আগস্ট ২০২০ ২১:২৫

ফাইল ছবি

 

প্রভাতফেরীঃ সারা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা। দেশটিতে প্রতিদিনই ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। করোনার অতি সংক্রামক ‘এ২এ’ ছড়িয়ে পড়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতের বিজ্ঞানীরা গণমাধ্যমকে জানিয়েছে করোনার ১,০০০টি জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে তারা এই চিত্র পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮০৩ জন। ভারতে বর্তমানে আক্রান্ত ১৮ লক্ষ ৫৫ হাজারের বেশি মানুষ। মহারাষ্ট্রে প্রায় ৯ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। 

পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। একদিনে আক্রান্ত ২৭১৬ জন এবং গত ২৪ ঘণ্টায় ৫৩ জন মারা গেছেন। এছাড়া অন্ধ্রপ্রদেশে ১৬৬৫৮৬ জন এবং কর্ণাটকে আক্রান্ত ১৩৯৫৭১ জন। 

উল্লেখ্য, ভারতের পর সংক্রমণের শীর্ষ তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, কলম্বিয়া এবং মেক্সিকো। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, আর্জেন্টিনা এবং ফিলিপিন্স দ্রুতহারে সংক্রমণ ছড়ানো দেশের তালিকায় প্রথম দশে রয়েছে। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top