সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


আগস্টের শেষ দিকে বাড়ছে বন্যার আশঙ্কা


প্রকাশিত:
৪ আগস্ট ২০২০ ২৩:০৮

আপডেট:
৪ আগস্ট ২০২০ ২৩:০৯

 

প্রভাতফেরীঃ সোমবার (৩ আগস্ট) আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগস্টের শেষ দিকে বাড়ছে বন্যার আশঙ্কা। তবে এ বন্যা স্বল্পমেয়াদি হবে বলে আশা করা যায়।

বর্তমানে পাঁচটি উত্তরাঞ্চলীয় জেলার আটটি পয়েন্টে  প্রধান নদনদীর পানির স্তর বিপদ সীমার (ডিএম) উপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) কর্মকর্তারা।

আগামী সাতদিনে কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বাড়তে পারে গঙ্গা-পদ্মা নদীর পানি। 

করোনা, সুপার সাইক্লোন আম্ফান, কালবৈশাখী, অতিবৃষ্টির পর  বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। দুই দফা বন্যায় দেশের ৩৪ জেলায় দেড় লাখ হেক্টরেরও বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় আউশ, আমন, সবজি, পাটসহ বেশ কিছু ফসলের অনেক ক্ষতি হয়েছে। বিকল্প বীজতলা তৈরি, ক্ষতিগ্রস্ত জমিতে বিকল্প ফসলের চাষের ব্যবস্থা, নিয়মিতভাবে আবহাওয়া মনিটরিং ও ভবিষ্যত প্রস্তুতি নিয়ে ফসলের ক্ষতি মোকাবেলা করা হচ্ছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top