দেশে একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৬৬


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২০ ২৩:০৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:২৫

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: দেশে নতুন করে ২ হাজার ৭৬৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মৃত ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ আর ৬ জন নারী।

এছাড়া আরো জানানো হয়েছে, এখন পর্যন্ত মোট  ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এর আগে ৩১ জুলাই থেকে গত ১২ দিনে মৃত্যুর সংখ্যা চল্লিশের ওপরে ছিল। বাকি সব দিন দৈনিক মৃত্যু চল্লিশের নিচে ছিল। এর মধ্যে চারদিন মৃত্যুর সংখ্যা ছিল ৩০-এরও কম।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top