এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির ওপর ফলাফল


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ২২:৪৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৪৭

 

প্রভাত ফেরী: করোনা অতিমারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। জেএসসি এবং এসএসসি, এই দু’টি পাবলিক পরীক্ষার ফলাফলের গড় মূল্যায়নের ভিত্তিতে এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি।

আজ (বুধবার) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইন সংবাদ সম্মেলনে এসব বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে এইচএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার বদলে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এইচএসসির ফলাফল হবে। আগামী ডিসেম্বরেই এইচএসসির ফল প্রকাশ করা হবে।

তবে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পর একাদশ শ্রেণীতে উঠে বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে এই মূল্যায়ন কার্যকর হবে না বলে জানান মন্ত্রী। অর্থাৎ কেউ যদি বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য বা মানবিক বিভাগে যায়, কিংবা এমন কোন বিভাগ থেকে অন্য বিভাগে যায় তাদের ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ভিত্তিতে মূল্যায়ন হবে না। এসব শিক্ষার্থীর মূল্যায়ন কিভাবে করা হবে, তা নির্ধারণ করতে একটি সমন্বিত কমিটি গঠন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কী পদ্ধতিতে গ্রেড নির্ধারণ করা হবে সেটি নির্ধারণ ও পরামর্শের জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়, বুয়েট, শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হবে। এর ভিত্তিতে ডিসেম্বরে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

অনেকে এক, দুই বিষয়ে বা পুরো ফলাফল আশানুরূপ না হওয়ায় পুনরায় পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিয়েছিল, তাদের ক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করা হবে এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব শিক্ষার্থীর ক্ষেত্রে একইভাবে মূল্যায়ন করে তাদের গ্রেড নম্বর দেয়া হবে। তবে কীভাবে তা দেয়া হবে তা কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।’

জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল খারাপ হলেও এইচএসসি পরীক্ষায় অনেকে ভালো প্রস্তুতি নিয়েছিল তাদের ক্ষেত্রে কী হবে এমন প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, ‘কী করার ছিল, কি ছিল না তা ভেবে লাভ নেই। সারাবিশ্বে এখন বেঁচে থাকার লড়াই চলছে, এর মধ্যে পরীক্ষা নিয়ে আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। এসব বিষয় বিবেচনা করে আমরা আগের ফলাফলের ভিত্তিতে এইচএসসি-সমমান পরীক্ষার্থীদের ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘সরাসরি পরীক্ষা না নিলেও আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। ফল প্রকাশের পর দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হবে না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কী পদ্ধতিতে ভর্তি করা হবে সে বিষয়েও টেকনিক্যাল কমিটির কাছে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top