সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সীমান্ত থেকে বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২২:০৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৩:৫২

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে জহুরুল ইসলাম (৫০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২২ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটক জহুরুল ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাশজানী গ্রামের মৃত নুরুল ইসলাম মেম্বারের ছেলে।
সীমান্তের অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে একদল গরু পাচারকারী ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস-এর কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। রাত দুইটার সময় ভারত থেকে গরু আনার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পান এবং তাদেরকে ধাওয়া করেন। এ সময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে আটক করে বিএসএফ।
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তর থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top