সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


আবার বন্ধ হলো চিড়িয়াখানা


প্রকাশিত:
২ এপ্রিল ২০২১ ১৭:২৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২১:৪৬


প্রভাত ফেরী: শুক্রবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত।
গতবছর করোনার প্রকোপ বাড়ায় প্রায় আট মাস বন্ধ ছিল জাতীয় চিড়িয়াখানা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে ১ নভেম্বর সর্বসাধারণের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হয়।
পাঁচ মাস চালু থাকার পর চলতি বছরের মার্চের শেষের দিকে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন শনাক্ত রোগী বাড়তে থাকায় ফের বন্ধের সিদ্ধান্ত নিলো সরকার।
বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top