সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ডেঙ্গুতে নতুন রোগি ২৩৪৮, সারাদেশে মৃত্যু ২৩ জনের


প্রকাশিত:
৮ আগস্ট ২০১৯ ০১:০৪

আপডেট:
১৯ মে ২০২৪ ১৩:৫১

ডেঙ্গুতে নতুন রোগি ২৩৪৮, সারাদেশে মৃত্যু ২৩ জনের

প্রভাত ফেরী ডেস্ক: ডেঙ্গু জ্বরের প্রকোপ কমছেই না। প্রায় দুই সপ্তাহ হলো প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালেও ভর্তি হচ্ছেন নতুনভাবে আক্রান্ত ডেঙ্গু রোগী। আর ডেঙ্গুর কারণে সারাদেশে এখনো পর্যন্ত মারা গেছেন ২৩ জন



স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৩৪৮ জন অর্থাৎ গড়ে প্রতি ঘণ্টায় ৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তারা মাত্র ৪০টি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাচ্ছেন। সব হাসপাতালের তথ্য পেলে প্রতি ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে যাবে।



বুধবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এই সময়ে এক হাজার ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ২৩ জন



স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলতি বছরে ২৯ হাজার ৯১২ জন রোগী বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১ হাজার ৯২২ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭ হাজার ৯৬৮ জন।



ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ২৭৩, চট্টগ্রাম বিভাগে ২৩১, খুলনা বিভাগে ১৬৪, রংপুর বিভাগের ৬৬, রাজশাহী বিভাগের ১০৬, বরিশাল বিভাগে ১২৪, সিলেট বিভাগে ৩২ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন ভর্তি হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top