কারা তদন্ত কমিটির প্রতিবেদন: আইএস টুপি কারাগার থেকে পায়নি রিগ্যান


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৭

আপডেট:
২ ডিসেম্বর ২০১৯ ০১:১০

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: হলি আর্টিজান বেকারিতে হামলার মামলার রায় ঘোষণার পর দুই আসামি ইসলামিক স্টেট (আইএস) এর লোগো সম্বলিত যে টুপি পরে আদালত থেকে বের হন সে বিষয়ে কারা কর্মকর্তাদের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছে এ ঘটনায় গঠিত কারা তদন্ত কমিটি।

আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস-এর টুপির বিষয়ে কারাগারের কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে কারা অধিদফতর। এবিষয়ে গঠিত তদন্ত কমিটি শনিবার (৩০ নভেম্বর) কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) কাছে একটি প্রতিবেদনও জমা দিয়েছে।

কারা সূত্রে জানা যায়, আইএসের চিহ্ন সম্বলিত টুপির বিষয়ে কারা কর্মকর্তাদের গাফিলতি নেই। কারাগার থেকেও টুপি সংগ্রহ করেনি আসামিরা। তবে কীভাবে আলোচিত গুলশানের হলি আর্টিসান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসলাম হোসেন ওরফে র‌্যাশের মাথায় আইএস আদলে টুপি এলো তা তাৎক্ষণিকভাবে জানাননি।

তবে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রাথমিক তদন্তের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছিল, হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেই আইএসের লোগো সম্বলিত টুপিটি কারাগার থেকে পকেটে করে নিয়ে এসেছিল। প্রাথমিক তদন্তে আমরা এ তথ্য পেয়েছি।

প্রসঙ্গত, গত বুধবার চাঞ্চল্যকর হলি আর্টিজান মামলার রায়ে ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। এসময় তাদের মাথায় কোনো টুপি দেখা না গেলেও রায় ঘোষণা শেষে দেখা মেলে ওই কালো টুপির


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top