মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ১, নিখোঁজ ১০


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০১৯ ২২:৩৫

আপডেট:
৮ ডিসেম্বর ২০১৯ ০৫:১১

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: নারায়ণগঞ্জের সীমানাধীন চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো হুমায়ূন। নিহত হুমায়ন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই-এর ছেলে।

এই দুর্ঘটনায় আহত কয়েকজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, সোনিয়া আক্তার (২১), বিল্লাল হোসেন (৩৩), মামুন (২০), আবুল হোসেন (৪৮), সজিব (২২), মামুন (৪০), রাকিব হোসেন(১৭), সোনা মিয়া (৪০) ও রোজিনা (৩০)।

তবে সংঘর্ষের পর লঞ্চ দুটির বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। দুটি লঞ্চই ঢাকায় সদরঘাটে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম।

তিনি জানান, ‘ঢাকা থেকে চাঁদপুরগামী একটি লঞ্চের সঙ্গে শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক চাঁদ-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হন আরও বেশ কয়েকজন। মুখোমুখি সংঘর্ষের কারণে দুই লঞ্চ থেকে ছিটকে পড়ে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হচ্ছিল, তবে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।’

বন্দর উপজেলার কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, ‘রাত পৌনে ২টার দিকে দুই লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে। তবে সংঘর্ষের কিছুক্ষণ পর দুই লঞ্চই ঢাকা সদরঘাটে পৌঁছে গেছে। সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। পুলিশের সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কারও স্বজন ঘটনাস্থলে এসে কেউ নিখোঁজ রয়েছে বলে দাবি করেনি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top