ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল আগামী রোববার
প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ১০:৩০
আপডেট:
২০ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৮

প্রভাত ফেরী ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী রোববার (২২ ডিসেম্বর)। ওই দিন নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে এই দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইসি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে কমিশনের ৫৬তম সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছিলেন, ‘ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে হবে। দিন-তারিখ এখনও ঠিক হয়নি। আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করি।’
সূত্র জানায়, রোববার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সভার নোটিশ জারি করা হয়েছে। সভার আলোচ্য সূচিতে ঢাকার দুই সিটি নির্বাচনসহ বেশকিছু বিষয় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মুখলেসুর রহমান আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বলেন, আগামী ২২ ডিসেম্বর ইসির কমিশন সভার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ওই কমিশন সভায় দুই সিটি নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। তিনি বলেন, কমিশন সভা শেষে দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: