আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল আজ
প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০১৯ ২০:০৬
আপডেট:
২১ ডিসেম্বর ২০১৯ ০২:৫১

প্রভাত ফেরী ডেস্ক: দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল আজ। জাতীয় নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নে দলকে আরও সুসংহত করার লক্ষ্যে এই সম্মেলনে তিন বছরের জন্য নতুন নেতৃত্ব উপহার পাবে আওয়ামী লীগ। বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে শেষ হবে শনিবার (২১ ডিসেম্বর)।
‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির এবারের জাতীয় সম্মেলন।
২০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনের পর ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে অনুষ্ঠিত হবে নেতৃত্ব নির্বাচনের কাউন্সিল অধিবেশন। বরাবরের মতো এবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাঁধেই অর্পণ করা হবে আওয়ামী লীগের নেতৃত্ব। তাকে সামনে রেখেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নব উদ্যমে পথ চলতে নতুন নেতৃত্ব বেছে নেবে আওয়ামী লীগ।
প্রথম দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া, এদিন সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব পাঠ করা হবে। দ্বিতীয় দিন সকাল ১০টায় বসবে সম্মেলন অধিবেশন। ওই অধিবেশন থেকে দলের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে দলটি। কাউন্সিলর ও ডেলিগেট তালিকা চূড়ান্ত করা হয়েছে। মঞ্চও প্রস্তুত। সাধারণ সম্পাদকের রিপোর্ট ও শোক প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। দলের প্রচার উপ-কমিটি বিভিন্ন প্রকাশনার পাশাপাশি উন্নয়নচিত্রের ভিডিও এবং বিএনপি-জামায়াতের নাশকতার ভিডিও তৈরি করেছে। স্বাধীনতা বিরোধীদের দল জামায়াত ছাড়া নিবন্ধিত সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতারা জানান, এবারের সম্মেলন এমন একসময় অনুষ্ঠিত হচ্ছে, সেটিকে দলের রাজনৈতিক বাঁকবদলের ঐতিহাসিক কাল হিসেবে দেখা হচ্ছে। নতুন কমিটির ওপর নির্ভর করছে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি। তাই নবীন-প্রবীণের সমন্বয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার নেতৃত্ব আসবে আওয়ামী লীগে। চলমান শুদ্ধি অভিযান এবং পরবর্তী ঘটনাপ্রবাহে সেই বার্তাই দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: