বাম জোটের পদযাত্রায় বাধা ও সংঘর্ষ: পুলিশের লাঠিপেটায় সাকিসহ ২৪ জন হাসপাতালে
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০১৯ ০২:৫৭
আপডেট:
৩১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৭

প্রভাত ফেরী ডেস্ক: সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সমাবেশের পর দুপুর সাড়ে ১২টার দিকে কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হন জোটের নেতা-কর্মীরা। পথে কদম ফোয়ারার সামনে পুলিশের দেওয়া ব্যারিকডে ভেঙে তারা এগিয়ে যান।
৩০ ডিসেম্বর ভোট ডাকাতির একবছর পূর্ণ হয়েছে উল্লেখ করে আজ সোমবার কালোদিবস পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এরই অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন জোটের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন। এ যাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পুলিশের দাবি, তাদের ৮ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন হলেন—এএসআই জিয়াউর রহমান, এএসআই আবদুল মালেক, পুলিশ সদস্য রফিকুল ইসলাম, আশিক, মনোরঞ্জন ও ফয়সাল।
আহতদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লিপি আক্তার, আরিফ, সুমিত, সজীব, রাশেদ, তমা, উজ্জ্বল, রিমি, নাঈম ও ইরফানের নাম জানা গেছে।
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা তাদের (বাম জোটের নেতাদের) অনুরোধ করেছিলাম তারা যেন ব্যারিকেড না ভাঙেন। কিন্তু তাদের নেতাকর্মীরা কথা শোনেননি। তারা প্ল্যাকার্ডের সঙ্গে থাকা লাঠি ও বাঁশ দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন দুজন। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। পরে আমরা তাদের সরিয়ে দিয়েছি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আহত হয়ে ঢামেকের জরুরি বিভাগে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান, এএসআই আবদুল মালেক ও পুলিশ সদস্য রফিকুল ইসলাম, বাম জোটের জোনায়েদ সাকি, লিপি আক্তার, আরিফ, সুমিত, সজীব, রাশেদ, তমা, উজ্জ্বল, রিমি, সাইফুল হক, নাঈম ও ইরফান।
আপনার মূল্যবান মতামত দিন: