সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


দেশের সীমান্ত এলাকায় মোবাইলফোনের নেটওয়ার্ক বন্ধ


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৭

আপডেট:
১৩ মে ২০২৪ ১৪:০৬

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: দেশের মোবাইল অপারেটরগুলোকে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২৯ ডিসেম্বর) মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংকের প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব’র মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ বলেন, ‘বাংলাদেশের মোবাইলফোন অপারেটররা সবসময়ই সরকারের নির্দেশ মেনে চলে। সীমান্ত এলাকার কাভারেজ নিয়ে যে নির্দেশনা এসেছে, তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এই নির্দেশনার ফলে সীমান্তবর্তী এলাকার বড় অংশের মোবাইল ব্যবহারকারীরা ইন্টারনেট, ভয়েস ও অন্যান্য সেবা পাবেন না।’


বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ১ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক কভারেজ ২৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয় বিটিআরসির নির্দেশনায়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে নেটওয়ার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের ফলেই ডাক ও টেলিযোগোযোগ বিভাগে মোবাইলফোনের নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top