প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি থাকবে : শিক্ষামন্ত্রী
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২০ ০১:১৬
আপডেট:
২৬ জানুয়ারী ২০২০ ২২:৫৭

প্রভাত ফেরী ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার প্রশ্নপত্র ফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির ব্যবস্থা থাকবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব রটনাকারী শনাক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সাত দিন আগ থেকে শেষ পর্যন্ত এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেকোনো ধরনের প্রতারক চক্রকে আইনে সোপর্দ করা হবে। এ বিষয়ে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা চান।
কোচিং সেন্টার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ রাখা কোনো স্থায়ী সমাধান নয়। কিন্তু পরীক্ষার আগে প্রশ্নফাঁস, জালিয়াতি ও অনিয়মে কোচিং সেন্টারের কিছু অসাধু ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ কারণে বাধ্য হয়ে পাবলিক পরীক্ষার আগে কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ক্লাসে শিক্ষকরা মনোযোগ সহকারে পড়ান না বলেই শিক্ষার্থীরা কোচিংয়ে যেতে বাধ্য হচ্ছে। এ কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের আওতায় আনা হবে। এর মাধ্যমে শিক্ষকদের পাঠদান কার্যক্রম মনিটরিং করা হবে। এতে শিক্ষকদের জবাবদিহিতা বাড়বে এবং পাঠদানের প্রতি মনোযোগী হয়ে উঠবেন। এ লক্ষ্যে শিক্ষা নীতিমালায় বিষয়গুলো নতুনভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দীর্ঘদিন আটকে থাকা শিক্ষা আইন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে আনন্দপূর্ণ করে তুলতে কারিকুলামে আমূল পরিবর্তন আনা হচ্ছে। মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে, বিষয় ও পরীক্ষা কমানো হচ্ছে।
বিষয়: শিক্ষামন্ত্রী দীপু মনি
আপনার মূল্যবান মতামত দিন: