বিশেষ ফ্লাইটে আসছে চীনের উহান প্রদেশ থেকে ৩৪১ জন বাংলাদেশি


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৭

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:৪৮

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: চীনের উহান প্রদেশ থেকে ৩৪১ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ফিরবে শনিবার সকালে ফেরার কথা রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত তিনটায় ও আজ সকাল ৯টায় বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও চীন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংসহ নানা আনুষ্ঠানিকতার কারণে বিলম্ব হয়।

এদিকে রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ ক্যাম্পে জরুরি ভিত্তিতে নিয়োজিত স্বাস্থ্য অধিদফতর ও সেনাবাহিনীর মেডিকেল কোরের অর্ধশতাধিক সদস্য ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানিয়ে চিকিৎসাসেবা প্রদানের জন্য সারারাত জেগে বলতে গেলে নির্ঘুম রাত কাটিয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তব্যরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, সকল আনুষ্ঠানিকতা শেষে ওহান থেকে বিশেষ বিমানটি ৩১৪ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে রওনা হয়েছে। বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে বিমানটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একজন কর্মকর্তা জানান, সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩১৬ জন বাংলাদেশি নাগরিক ফিরে আসার ছাড়পত্র পেলেও শেষ মুহূর্তে দুজন যাত্রীর গায়ে জ্বর থাকায় তাদেরকে অফলোড করা হয়।

আশকোনা হজ ক্যাম্পে কর্তব্যরত স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক হোসেন শনিবার জানান, ‘সকাল ৯টার আগে ফ্লাইটটি আসছে না। এখন পর্যন্ত উহান থেকে ফ্লাইটটি রওনা দেয়নি। আমরা আশকোনা কোয়ারেন্টাইন কেন্দ্রে প্রস্তুত হয়ে অপেক্ষা করছি।’

আশকোনা হাজি ক্যাম্প সূত্র জানিয়েছে, চীন ফেরত যাত্রীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আশকোনা হাজি ক্যাম্পের কোয়ারেন্টাইন কেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্যাম্পের দেয়ালে আগত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় বিশেষ নির্দেশনা ঝুলিয়ে দেয়া হয়েছে। তাতে লেখা রয়েছে-‘আশকোনা হজ কাম্পের তৃতীয় ও চতুর্থ তলায় মোট সাতটি ডরমিটরিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। পুরুষদের তৃতীয় তলায় ডরমিটরি ৫, ৬, ৭ ও ৮ এবং চতুর্থ তলায় ডরমিটরি নম্বর ১০ ও ১১-তে থাকার ব্যবস্থা করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top