বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:০৯

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২০’ শীর্ষক যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সিলেটের পানিছড়ায় এই অনুশীলন মহড়া অনুষ্ঠিত হয়। এই অনুশীলন শেষ হবে আগামীকাল ৬ ফেব্রুয়ারি। এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুশীলনটি শুরু হয়। এই অনুশীলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৫০ এবং মার্কিন বিমানবাহিনীর ৬৭ জন অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম জানান, গত সোমবারের ওই অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ বিমান এবং মার্কিন বিমানবাহিনীর দুটি সি-১৩০ বিমান অংশগ্রহণ করে।
সিলেটের পানিছড়ায় সেনা ও নৌবাহিনীর মোট ৪৭ জন প্যারা-কমান্ডো প্যারাজাম্পিংয়ে অংশ নেন। তিনি জানান, ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২০’-এ মূলত আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন করা হয়। সিলেট যাত্রার প্রাক্কালে বঙ্গবন্ধু ঘাঁটিতে এই ঘাঁটির ফ্লাইং উইংয়ের অধিনায়ক এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ ছিদ্দিক অনুশীলন সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। এর আগে বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসেন সাংবাদিকদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন।
আইএসপিআর জানায়, এই অনুশীলনে বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এ কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর যেসব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্যপদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২০’-এ বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা অংশগ্রহণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: