সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে ট্রলার ডুবি, ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৮

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৫

প্রতিকি ছবি

প্রভাত ফেরী ডেস্ক: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটি অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রা করেছিল। এতে এখন পর্যন্ত ৬৩ জনকে জীবিত ও ১৫ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ ঘটনায় এখনো অনেক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড জানিয়েছে, ট্রলারে ১২৫ জন ছিলেন। তারা সবাই রোহিঙ্গা।  কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকাজ এখনো চলছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভোরে ১২৫ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে অবৈধভাবে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়। সকাল সোয়া ৮টায় নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে তারা ভাসমান অবস্থায় ৪০ জনকে উদ্ধার করে তাদের জাহাজে তুলে নেন। এরপর পাওয়া যায় ১০ জনের মৃতদেহ। পরবর্তীতে আরো ১৭ জনকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ পাওয়া যায় সাগরে।

উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছেন, সোমবার রাতে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অনেকেই ডুবে যান। কেউ কেউ সাঁতরে পার হন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top