সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


২২ ও ২৩ মার্চ মুজিব বর্ষ উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০১

আপডেট:
১৭ মে ২০২৪ ১২:০১

ফাইল ছবি

প্রভাত ফেরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ এই অধিবেশন আহ্বান করবেন। আগামী ২২ ও ২৩ মার্চ ধরে দুই দিনের জন্য বিশেষ ঐ অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে, এছাড়াও থাকছে বিভিন্ন আয়োজন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ ঐ অধিবেশনে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে বঙ্গবন্ধুকে জানেন এমন বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ঐ অধিবেশনে বক্তৃতা রাখার সুযোগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া ঐ অধিবেশন দেখার জন্য বিভিন্ন দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়।

১৭ মার্চ জাতীয় পর্যায়ে মুজিব বর্ষ কার্যক্রম উদ্বোধন হবে উল্লেখ করে তিনি বলেন, ১৯ মার্চ দক্ষিণ প্লাজায় শিশুমেলা আয়োজনের মধ্য দিয়ে মুজিব বর্ষের কার্যক্রম শুরু করবে জাতীয় সংসদ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি জাতীয় সংসদ আয়োজিত বর্ষব্যাপী মুজিব বর্ষের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। স্পিকার বলেন, মুজিব বর্ষ উপলক্ষে আগামী ২২-২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ^খ্যাত ব্যক্তিত্বকে এই অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে ২২ মার্চ অধিবেশন শুরুর ২ ঘণ্টা আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সংসদ সদস্যরা।

সভায় সূচনা বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এরপর বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, বর্ষীয়ান রাজনীতিবিদ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানমালা উপস্থাপন করেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top