সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৬

আপডেট:
২১ মে ২০২৪ ১৪:৪০

ফাইল ছবি

প্রভাত ফেরী: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার প্রক্রিয়ায় এবার অংশ নিচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তারা নিজেদের স্বাতন্ত্র্য অনুযায়ী আগের মতোই স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাবি কাউন্সিলর সভা অনুষ্ঠিত হয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের অনেকেই উপস্থিত ছিলেন। এ সভায় সমন্বিত ভর্তি পরীক্ষা ছাড়াও বাণিজ্যিকভাবে পরিচালিত সান্ধ্যকালীন কোর্স নিয়েও আলোচনা হয়।

প্রসঙ্গত, আগামী বছর থেকে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে।

এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েট ও পরদিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও এ প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে অনাগ্রহ রয়েছে।

বর্তমানে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। তবে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৯টি। এগুলোতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে প্রায় ৬০ হাজার। এর বিপরীতে ভর্তি পরীক্ষা দেয় কয়েক লাখ শিক্ষার্থী। শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক খরচ কমাতে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সমন্বিত বা গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ইউজিসি। প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় ইউজিসি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top