সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ঝুল দিলে মূল নড়ে : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
১৮ জুন ২০২০ ২১:২৭

আপডেট:
১৮ জুন ২০২০ ২১:৩১

হাবীবুল্লাহ সিরাজী

 

রাতের শরীরে লেখা থাকে ভোর
ভোরের কপালে সন্ধ্যা
গোলাপের ডালে প্রিয় বুলবুলি
কবরে রজনীগন্ধা

উষ্ণ জল আর ঠান্ডা পানি
মুখোমুখি জানাজানি
ঠান্ডা আরো ঠান্ডা হ’লে বরফের চোট
উষ্ণ আরো উষ্ণ হ’লে বাষ্পের দাপট
যুদ্ধ শেষে জল-পানি
তরল
কঠিন
বাষ্পীয়

মাথায় করোনা নেই
নিঃশ্বাসের দোষ
ভাইরাস ফুসফুস পেলে
নাশে শব্দকোষ

খুব ভোরে ডাকে ঘোলা ছাদ
খুব ভোরে হাঁচে ডাস্টবিন
খুব ভোরে ভেজে সাতাশে মে
খুব ভোরে বোকা ইন্স্যুলিন
মধুমেহ আছে ব’লে
ভোরের বিলম্ব ঘটে সকালে পৌঁছুতে ।।

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top