সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মুহূর্তঃ তৃতীয় ভাগ : হাবীবুল্লাহ সিরাজী


প্রকাশিত:
৬ জুলাই ২০২০ ২২:০২

আপডেট:
৬ জুলাই ২০২০ ২২:৪২

 


একটাই গুলি
মরে দুইজন
যাকে গুলি করে
এবং যে গুলি করে


রাত ফিরে গেলে
দোষ ধরে দিন
প্রভু নষ্ট হ’লে
উঁকি মারে ঋণ


জন্ম কোনো বিন্দু নয়
বৃত্তে চলাচল
মৃত্যু তাঁর পরিধির
অন্ধ যোগফল


জীবন ও সময়
কিছু নয়
যখন তখন ভাব হয়


লালে ভুল ছিলো
কাঁটা ছিলো নুনে
ক্রোধে যতো খেদ
তারো বেশি ভেদ
খুনে


রাক্ষসপর্ব শেষে
সম্ভোগে সম্মত হ’লে
নিজস্ববাহিনী নামে
সম্পর্ক ও শরীরে
ক্রন্দনে মেটে না


মৌলিক হবার পর
এক কিন্তু অন্তর্ভুক্ত হ’তে চায়
একা
শূন্য তো পড়শী ছিলো।

 

হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top