সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


শীতকালের চিঠি : মহীতোষ গায়েন


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২১ ২২:২৪

আপডেট:
২ মে ২০২৪ ০৩:৪৯

 

সন্ধ্যা নেমে এলো চরাচরে...
শীতের কুয়াশায় আবদ্ধ দিগন্ত
শরীর মন তীব্র ভারাক্রান্ত...
শীতকাল এলে আমার 
অবসাদ জমে পাথর হয়।

রাতের নিস্তব্ধতায় শিয়ালের ডাক,
দু'দুটো পুজো এসে গেল,
বাতাসে বারুদের গন্ধ;
তুমি আসবে বলেও এলে না,
ফুলের বাগানে আজও 
রক্ত-গাঁদা ফোটে নি‌।

আমার ক্লান্ত শরীর,খুসখুসে কাশি,
ঘুষঘুষে জ্বর,সবই এই শীতকালে বাড়ে;
এবার এলে ডাক্তার দেখাতে যাব,
অথচ ওষুধ খেতে আমার ভাল্লাগেনা।

মনে আছে,এক শীতের রাতে তোমার
বুকে মুখ লুকিয়ে টুসুর গান শুনেছিলাম...
মা নেই,বাবা নেই...,কে আছে আমার?
তুমি তো আমার বাবা,মা,তুমি বোঝ না!

শীতের ভোরে সূর্য উঁকি মারে রক্তিম,
খেজুর গাছে গাছে ঘোরে শিউলিরা...
শীতের পাটালি খেতে খুব ভালো,মা কে
বোলো,এবার পার্বণে যাবো পিঠে খেতে।

দুপুরে যখন কাজে যাওয়ার জন‍্য তৈরী হই
সেই সময় এক দুষ্টু পাখি পলাশ গাছে বসে 
শিস্ দেয়,মনটা খুব উদাস হয়ে যায়,
একলা লাগে ভীষণ...
বাতাস যেন বলে:নেই নেই তোর কেউ নেই,
তবু শীতকাল প্রেমময়।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top