জন্মদিনের স্বরলিপি - মহীতোষ গায়েন
প্রকাশিত:
১৭ মার্চ ২০২১ ২০:৩৪
আপডেট:
১৭ মার্চ ২০২১ ২০:৩৫

জন্মদিনে সমূহ সমাজে আসুক শান্তি
গাছে গাছে ফুটুক ভালোবাসার ফুল,
পবিত্র আকাশে উঠুক রুটির মত চাঁদ
যাবতীয় হিংসা,দ্বেষ,ঈর্ষা দূরীভূত হোক।
জন্মদিনে শেষ হোক সব ভুল বোঝাবুঝি
জীবন দরিয়ায় ভাসুক সমৃদ্ধির নৌকা...
অসহিষ্ণুতা,অস্থিরতা মুক্ত হোক সমাজ
হাটে মাঠে ঘাটে জ্বলে উঠুক মঙ্গল প্রদীপ।
জন্মদিনে সফল হোক রুটি রুজির স্বপ্ন
ঘুচে যাক বেকারত্ব,কর্মসংস্থানের জন্য
রচিত হোক উন্মুক্ত সহায়ক পরিবেশ...
পথেঘাটে সুরক্ষিত হোক অসহায় নারী।
জন্মদিনে প্রার্থনা করি নিরন্ন সব মানুষের
খিদের থালায় উঠুক গরম ভাতের ধোঁয়া...
জন্মদিনে চাইনা চুম্বন অথবা আয়োজন
পৃথিবীর বহু মানুষ জানে না জন্মদিন কী।
অর্থ সংকটের জন্য ছেঁড়া জামার পকেটে
এখনো আমি কুড়িয়ে পাওয়া বাদামের গন্ধ
পাই,অসহায় নিরন্ন মানুষের কান্নার শরিক
হোক আমার জন্মদিন একান্ত নীরবে নিভৃতে।
ড. মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, কলকাতা
বিষয়: মহীতোষ গায়েন
আপনার মূল্যবান মতামত দিন: