সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


দহন : ডঃ গৌতম সরকার


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:৫৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৯:৩৩

ছবিঃ শঙ্খ ঘোষ

 

'চুপ করো শব্দহীন হও'
বলো কান্নাকে কোন পথে নিয়ে যাবে---
'পাঁজরে দাঁড়ের শব্দ' ছপ্ ছপ্
এ শোক কোন বাহিকায় বয়ে যাবে!

'শত সানু দেশ' পার হয়ে এসে শেষে
খোলা চোখ মেঘে ঢাকা পরিচয়
'এ এক ব্যাথা উপশম' হবে নাকি
আছে কোনো ছাই চাপা জলাশয়!

কিংবা যেথায় 'সুপুরি বনের সারি'
'শবের উপর শব্দের সামিয়ানা'
মাটি খোঁড়া শেষে পুরোনো করোটি জাগে
শেষ পথ জুড়ে কবিতার আনাগোনা।

'বহুল দেবতা বহু স্বর'-এ আজ ডাকে
'বহু স্বর তবু স্তব্ধ পড়ে আছে'
'সপ্ত সিন্ধু দশ দিগন্ত’ ছায়ে
সন্ধ্যা নামে কবিতার গাছে গাছে।

'ঘুমিয়ে পড়া অ্যালবাম' বুকে নিয়ে
শায়িত পাষান চাঁদভাঙা শয্যায়
সন্ধানে থাকে 'নিহিত পাতাল ছায়া'
খুঁজে নিয়ে শেষে 'বন্ধুরা মাতি তরজায়'৷
দিনগুলি কাটে রাতগুলো বড় কাঁদে
আশ্রয় দেবে কবি কে বলো বারংবার!
‘ক্ষতের মুখে পলি’ জমে যাবে যবে
বুকে কান লাগি 'শুনি নীরব চিৎকার'৷

 

গৌতম সরকার
অ্যাসোসিয়েট প্রফেসর, যোগমায়া দেবী কলেজ, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top