আফিম-বাতাস : কাঞ্চন রায়
প্রকাশিত:
১৫ জুন ২০২১ ১৮:২৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২১
তোমার মুখাবয়ব চোখ ছুঁয়ে দিলে,
ছড়িয়ে পড়তে থাকে বিষ;
সমস্ত শরীরের আনাচে— কানাচে।
রোমকূপ থেকে রোমকূপ,
ক্রমশ বিস্তৃত হতে থাকে
ঐশ্বরিক উচ্ছাস, প্রশান্ত নীলে— আস্তরে আস্তরে!
তোমার গা মেখে আসা, এক বুক আফিম-বাতাস—
ভেজা তুলোর মত শীতল;
নেমে আসে শিরা উপশিরা বেয়ে— স্পষ্ট টের পাই!
হৃদয়ের কোষাগারে— গোপন গভীরে,
ঝরে পড়ে সৃষ্টির প্রথম ভোরের পবিত্র আলো;
যে আলোতে মিশে থাকে স্বর্গীয় সুখের —
"শ্রেষ্ঠতম মৃত্যু"...
কাঞ্চন রায়
বিষয়: কাঞ্চন রায়
আপনার মূল্যবান মতামত দিন: