সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বসন্তরাগ : মহীতোষ গায়েন


প্রকাশিত:
২৫ মার্চ ২০২২ ০১:২৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৫২

 

মেয়েটির মনে বসন্ত নেই হারিয়ে গেছে সুখ
ছেলেটির মনে বসন্ত নেই হারিয়ে প্রিয় মুখ,
কত বসন্ত এলো আর গেল কত বসন্ত ঢেউ...
পলাশের রঙে রঙিন হয়ে আর এলো না কেউ।

কত দিবানিশি প্রহর কেটেছে বসন্ত রং মাখতে
প্রেমকথা শিমুল পলাশে পারেনি তারা আঁকতে,
মেয়েটির তবুও বসন্ত ছিল রঙে ভরা ছিল মন
মনবসন্তে উপবাসী আজও ছেলেটির উপবন।

ফাগুন হাওয়ায় বিকেল গড়ায় সূর্য ডোবে ঘাটে
হঠাৎই তাদের দেখা হয়ে যায় কৃষ্ণচূড়ার মাঠে,
সব চলে যায় মান অভিমান বসন্তরাগের আশে
দোলপূর্ণিমা মিলনের সুরে চাঁদের হাসিতে ভাসে।

 

ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top