সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


দ্বন্দ্ব : মাসুদ পারভেজ 


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২০:৪১

আপডেট:
১৭ জুন ২০২০ ২০:৪৬

 

আঁধারের সাথে নিরবতার গোপন প্রণয় 
আমি দেখেছি বলেই তারাও নিচ্ছে শোধ;
আলোর সাথে নীল-আমি মানবো কেন?
তাই,রোদের সাথে আমার যত বিরোধ ।
যে পথে তুমি পায়ে হাঁটো-আমিও তাই
আমার মত তুমিও চোখে দেখো, মস্তিষ্কে ধরো
ভাবনায় সন্তরণ, ভাবনায় উড়ো,
তুমি সময়ের সবকিছু মেনে নাও, 
আমি মানবো কেন-সময়ের সব নয়ছয় 
কেনইবা মানবো আমি, তুমি আমার নও।

 

মাসুদ পারভেজ 
আগ্রাবাদ  চট্টগ্রাম

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top