সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র আজ


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৪ ১৬:১৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১০:৫৫


গেল মৌসুমের রানারআপ দল ইন্টার মিলান। চলতি আসরেও দলটির চোখ ছিল শিরোপার ওপর। সেই লক্ষ্য নিয়ে ভালোভাবেই এগোচ্ছিলেন ইনজাঘির শিষ্যরা। তবে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। এছাড়া শেষ ষোলোর অন্য ম্যাচে গেল পরশু রাতে পিএসভিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। সেই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় চলতি মৌসুমের শেষ ১৬-এর খেলা। এদিকে শেষ আটে কোন দল কার বিপক্ষে মাঠে নামবে, তা নির্ধারিত হবে আজ।

গেল পরশু রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ঘরের মাটিতে মাঠে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে প্রথম লেগে অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারায় ইন্টার মিলান, যার ফলে ইন্টার মিলানের শেষ আটে যাওয়ার সমীকরণও ছিল বেশ সহজ। দ্বিতীয় লেগে ড্র করলেও নিশ্চিত হতো কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট।


তবে এদিন দুই লেগ মিলিয়ে ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইন্টার মিলানকে ২-৩ গোলে হারিয়ে ২০১৫-১৬ মৌসুমের পর প্রথম বারের মতো শেষ আট নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। ইন্টার মিলানের বিপক্ষে জয়ের পর অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়োগো সিমিওনে বলেন, ‘আমাদের ভক্তরা আমাদের অনেক বড় শক্তি। আমাদের খেলোয়াড়েরা আজকে প্রতিপক্ষের মাঠে অসাধারণ খেলেছে এবং জয় তুলে নিয়েছে।’

 


তবে গেল মৌসুমের ফাইনাল খেলা দল চলতি মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি বলেন, ‘অবশ্যই, আমরা ইন্টার পরিবারের সবাই হতাশ। তবে এই চ্যাম্পিয়নস লিগে আমরা যা করেছি, তার জন্য আমাদের গর্ব করা উচিত। ম্যাচের দ্বিতীয়ার্ধে আমাদের আরো ভালো করা উচিত ছিল, এমনকি অতিরিক্ত সময়েও আমাদের আরো ভালো করা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই ম্যাচে অনেক ভুল করেছি।’

এছাড়া গেল পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেন ২-০ গোলের ব্যবধানে হারায় ডর্টমুন্ডকে। দুই লিগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে শেষ আট নিশ্চিত করে জার্মানের এই ক্লাব। এর আগে গেল মৌসুমে চেলসির কাছে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে।

অন্যদিকে গেল পরশু রাতে ইন্টার মিলান-অ্যাটলেটিকো মাদ্রিদ ও পিএসভি-ডর্টমুন্ড ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শেষ ষোলোর ম্যাচগুলো। আজ বিকাল ৫টায় কোয়ার্টার ফাইনালের জন্য ম্যাচের ড্র অনুষ্ঠিত হবে। ড্র অনুষ্ঠান দেখা যাবে উয়েফা টিভিতে। এরপর এই পর্বের প্রথম লেগের খেলা মাঠে গড়াবে আগামী ৯ ও ১০ এপ্রিল। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৬ ও ১৭ এপ্রিল। এবারের আসরের ফাইনাল হবে ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে।

একনজরে আট দল

বার্য়ান মিউনিখ, আর্সেনাল, রিয়াল মাদিদ্র, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ডর্টমুন্ড ও পিএসজি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top