সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের


প্রকাশিত:
১০ জুলাই ২০২৪ ১৭:২০

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৬

 

আসন্ন এশিয়া কাপে প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন সাথিরা জাকির। এই অর্জনের পর দেশের প্রথম নারী আম্পায়ার সাথিরার ইচ্ছা বিশ্বকাপে আম্পায়ারিং করার।

আইসিসির ৪টি পূর্ণাঙ্গ সদস্য ও ৪টি সহযোগী সদস্য মোট ৮টি দল নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এসিসি নারী এশিয়া কাপ।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ক্রিকেটার সাথিরা বলেন, ‘এশিয়া কাপে আম্পায়ারিং করব এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপে আমার জায়গা পাকা হয়ে যেতে পারে।’

গত বছরের টুর্নামেন্টে সহযোগী দেশগুলোর মহিলা আম্পায়ারদের ম্যাচ পরিচালনা করতে দেখে এশিয়া কাপের দিকে নজর ছিল সাথিরার।


তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল এই এশিয়া কাপ। এই সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হবে, তা ভাবিনি। আমি খুব খুশি।’

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে এশিয়া কাপ।

এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top