সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১


গোল দিয়ে বর্ষ শুরু; রোনালদোর অনন্য রেকর্ড


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৫ ১৭:১০

আপডেট:
১৬ জানুয়ারী ২০২৫ ২২:০৫

ছবি সংগৃহীত

ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে তুলনা হয় সময়-সুযোগ পেলেই। কে কার চেয়ে এগিয়ে যাচ্ছেন, পরিসংখ্যান দিয়ে বিচার করা হয়। এবার তেমনই এক রেকর্ড গড়লেন পর্তুগাল ফরোয়ার্ড, যা নেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগে ৩-১ গোলে আল নাসর হারিয়েছে আল আখদুদ। সাদিও মানের জোড়া গোলের মাঝে পেনাল্টি থেকে জাল কাঁপান রোনালদো। বছরের প্রথম গোল করলেন সিআরসেভেন। সৌদি প্রো লিগের টেবিলের তিনে উঠে গেলো আল নাসর।

আর এই গোলে অনন্য এক রেকর্ড হয়েছে রোনালদোর। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪টি বর্ষপঞ্জিতে গোল করলেন তিনি। ২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে অভিষেক তার। ৪০তম জন্মদিনের কাছাকাছি থাকা রোনালদো এখনও গোলমুখের সামনে দুর্বার।

রোনালদোর অভিষেকের দুই বছর পর বার্সেলোনার জার্সি গায়ে দেন মেসি। ২০০৫ সালের মে মাসে প্রথম গোলের দেখা পান। টানা বর্ষপঞ্জিতে গোলের রেকর্ডে রোনালদোকে ছুঁতে ২০২৮ সাল পর্যন্ত তাকে খেলতে হবে, যখন তার বয়স হবে ৪১ বছর।  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top