সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


দ্বিতীয়বারের মত সিপিএলে শিরোপা জিতল সাকিবের বার্বাডোজ


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০১৯ ২২:৩৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০০:৫১

দ্বিতীয়বারের মত সিপিএলে শিরোপা জিতল সাকিবের বার্বাডোজ

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: সিপিএলে মৌসুমের সবচেয়ে দাপুটে দল ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর সেই দলকেই ফাইনালে ২৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে সাকিবদের দল বারবাডোজ ট্রাইডেন্টস। টুর্নামেন্টে ১১ ম্যাচে অপরাজিত থাকা অ্যামাজনকে হারিয়ে বড় চমকই দেখালো বারবাডোজ। আর তাই গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট- আরও একবার প্রমাণিত হলো ক্যারিবিয়ান ক্রিকেট লিগের এবারের আসরের মাধ্যমে। যেখানে টুর্নামেন্টের হট ফেভারিট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। যারা শিরোপা ঘরে তুললো ২০১৪ সালের পর।



অন্যদিকে পঞ্চমবারের মতো ফাইনালে এসে খালি হাতে ফিরতে হলো গায়ানাকে। টুর্নামেন্টের ইতিহাসে মোট সাত আসরের মধ্যে শুধুমাত্র ২০১৫ ২০১৭ সালের আসরেই ফাইনাল খেলেনি তারা। এছাড়া চলতি আসরসহ মোট পাঁচবার ফাইনাল খেলে প্রতিবারই হতাশায় শেষ হয়েছে তাদের টুর্নামেন্ট।



টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ট্রাইডেন্টস। দুই ওপেনার জনসন চার্লস এবং অ্যালেক্স হেলসের জুটিটা দারুণ শুরুও করেছিল। প্রথম পাঁচ ওভারে এই জুটিতে থেকে আসে ৪৩ রান। এরপর অবশ্য টানা তিন ওভারের ব্যবধানে সাঁজ ঘরে ফিরতে হয়ে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। দলের স্কোরবোর্ডে তখন ট্রাইডেন্টসের স্কোরবোর্ডে ওভারে ৭৩ রান।



ট্রাইডেন্টস তিন উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব আল হাসান। অবশ্য খুব বেশি সময় উইকেটে থিতু হতে পারেননি সাকিব। মাত্র ১৫ বল খেলে ১৫ রান করে রান আউট হয়ে ফিরতে হয় এই টাইগার অল রাউন্ডারকে। জনাথন কার্টারের সাথে ভুল বুঝাবুঝিতে সাজঘরে ফিরতে হয় সাকিবকে। শেষদিকে চারটি চার ছয়ে ২৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন কার্টার। আর তার এই ঝড়ো ইনিংসেই ভর করে বার্বাডোজের পুঁজি দাঁড়ায় ১৭১ রান।



জবাবে অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা সমান তালে জবাব দিতে ব্যর্থ হয়েছেন। ওপেনার ব্র্যান্ডন কিংয়ের ৪৩ রানই ছিল সর্বোচ্চ। বাকিরা জ্বলে ওঠতে না পারায় উইকেটে ১৪৪ রান করতে পেরেছে তারা।



বল হাতেও সাকিব ভূমিকা রাখতে পারেননি। ওভারে ১৮ রান দিয়েছেন। সর্বোচ্চ উইকেট নিয়েছেন রেইফার। দুটি করে নেন হ্যারি গার্নি অ্যাশলে নার্স। ম্যাচসেরা জনাথন কার্টার টুর্নামেন্ট সেরা হেইডেন ওয়ালস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top