সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মেসিকে ছাড়াই ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০০:৪৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ২১:২৪

মেসিকে ছাড়াই ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। ছিলেন না সার্জিও আগুয়েরো, ডি মারিয়া, মাউরো ইকার্দিরা। ইকুয়েডরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারকাদের ছাড়াই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরকে - গোলে উড়িয়ে দিয়েছে লা আলবিসেলেস্তেরা। প্রথমার্ধেই ইকুয়েডরকে তিন গোল দিয়ে ম্যাচ নিজেদের করে নেয় আর্জেন্টাইনরা।



আগের ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার পর লিওনেল মেসি খেলতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। দলে রাখা হয়নি সার্জিও আগুয়েরো কিংবা অ্যাঞ্জেল ডি মারিয়াকেও। তাদেরকে ছাড়াই বাজিমাত করে যাচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি। জার্মানির আগের ম্যাচেই মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।



মাত্র ২০ মিনিটে মার্কোস আকুনার ক্রসে দুই ডিফেন্ডারের চেয়ে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন লুকাস আলারিও।



মিনিট পর আকুনার ক্রস জন এস্পিনোসার গায়ে লেগে জালে ঢোকে। নিজ দলের এই আত্মঘাতী শটে হাত লাগালেও ঠেকাতে পারেননি ইকুযেডর গোলরক্ষক পেদ্রো ওরতিজ। 



প্রথমার্ধেই তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৩১ মিনিটে আকুনার নিচু ক্রস পায়ে নেওয়ার আগে দারিও আইমারের চ্যালেঞ্জে বক্সের মধ্যে পড়ে যান লাউতারো মার্তিনেস। পেনাল্টি থেকে ৩২ মিনিটে লক্ষ্যভেদ করেন লিয়েন্দ্রো পারেদেস।



জয় শেষে আর্জেন্টাইন কোচ বলেন, আমাদের জন্য এটা ইতিবাচক সফর ছিল। আমরা যা চেয়েছিলাম তা করতে পেরেছি। পরিকল্পনা ছিলো তরুণদের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর এবং এই সময়ের মধ্যেই তারা প্রমাণ করেছে যে এখানে খেলার যোগ্যতা তাদের রয়েছে। আমি বেশি খুশি এটা ভেবে যে, ওরা বুঝতে পেরেছে জাতীয় দলের জার্সির দাম কতোটা বেশি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top