লাল শাড়িতে চিকেন বিরিয়ানি


প্রকাশিত:
২২ অক্টোবর ২০১৮ ১৩:০৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:৪৩

লাল শাড়িতে চিকেন বিরিয়ানি

মুক্তি পেয়েছে তার নতুন ছবি 'নিরাহুয়া হিন্দুস্তানি ৩'। আর সেখানেই নতুন গানে মাতাচ্ছেন নায়িকা। গানটি হল-'চিকেন বিরিয়ানি চম্পা কি জওয়ানি।' ডান্সে তাকে অন্য রকম লুকে দেখা যায়। পরনে লাল শাড়ি আর নীল ব্লাউজ। সঙ্গে সোনালি গয়না। নিজের লুককে আরও বেশি গ্ল্যামারাস করে তুলতে কোমরে একটি গোল্ডেন চেন পরেছেন তিনি। আর তার নাচের তো কোনও তুলনা হয় না। এক্সপ্রেসনেও তিনি সেরা।



গানটি গেয়েছেন শিল্পী কল্পনা আর লিখেছেন আজাদ সিং। এই ছবিতে কামব্যাক করেছেন আম্রপালি। তার বিপরীতে দেখা যাবে দিনেশ লাল যাদবকে। এই অনস্ক্রিন কাপল ভোজপুরীতে বেশ জনপ্রিয়। একাধিক ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন।



{video-on}


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top