ঈদে নেই ইত্যাদি, আছেন হানিফ সংকেত
প্রকাশিত:
১৬ জুন ২০২৪ ১৪:২৭
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৪

ঈদের টিভি অনুষ্ঠান মানেই হানিফ সংকেত, কয়েক দশক ধরে এটাই যেন অলিখিত নিয়ম। প্রযুক্তির সহজলভ্যতায় ঘরে বসে টিভি দেখার লোক কমে গেছে, এটা সত্য। যাঁরাই দেখেন, তাঁদের কাছে হানিফ সংকেত বিনোদনের বিশ্বস্ত বন্ধু।
এবার ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নেই, তাই পর্দায় এই মিডিয়া ব্যক্তিত্বের চেহারা দেখা যাবে না।
তবে তাঁর ফাগুণ অডিও ভিশনের নির্মাণে এবারও আছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, আছে তাঁর রচনা ও পরিচালনায় নাটক ‘ব্যবহার বিভ্রাট’।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: