HOYTS এ সরাসরি মুক্তি পেয়েছে "তুফান" সিনেমা


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৪ ১৬:১২

আপডেট:
২১ আগস্ট ২০২৪ ১৬:২৩


"তুফান" এর প্রতি অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের প্রবল আগ্রহের কারনে HOYTS এবার সরাসরি সিনেমাটি মুক্তি দিয়েছে। HOYTS এর নির্দিষ্ট কিছু হলে এই বৃহস্পতিবার ২২ আগস্ট থেকে বুধবার ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিনই "তুফান" দেখানো হবে। সিনেমাহলের কাউন্টারেও টিকেট পাওয়া যাবে।

যদি কেউ তুফান সিনেমাটা এখনও না দেখে থাকেন বা আবার দেখতে চান, এটাই বড় পর্দায় দেখার শেষ সুযোগ।

 

বিস্তারিত জানতে কিংবা টিকেট পেতে https://www.hoyts.com.au/movies/toofan-bengali-eng-sub

 

 

এছাড়াও সিডনির ক্যাম্বেলটাউন এ অবস্থিত Dumaresq Street Cinema তে এই রবিবার সন্ধ্যা ৬ টায় তুফান চলবে এবং টিকিট পাওয়া যাবে https://bongozfilms.com/


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top