সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


সিরিয়ায় সৌদি সেনা চায় যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০১৮ ০০:৩০

আপডেট:
১৬ মে ২০২৪ ২৩:২৮

সিরিয়ায়  সৌদি সেনা চায় যুক্তরাষ্ট্র

সিরিয়ায় সেনা পাঠানোর ব্যাপারে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র চায়, সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সেনাদের প্রত্যাহার করে সেখানে স্থিতিশীলতার জন্য সৌদি সেনাদের মোতায়েন করতে। সৌদি আরবের কাছে এমন প্রস্তাবও দেওয়া হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল যুবায়ের গত মঙ্গলবার এ কথা জানান। খবর আলজাজিরা।



 



যুবায়ের বলেন, সিরিয়ায় সেনা মোতায়েনের প্রস্তাব নতুন কিছু নয়। এর আগে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনও এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন। আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে রিয়াদে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সংকটের শুরু থেকেই আমরা সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে কথা বলছি।



 



বর্তমানে সিরিয়ায় দুই হাজারের বেশি মার্কিন সেনা আইএসবিরোধী লড়াইয়ে সিরীয় বিদ্রোহীদের সঙ্গে কাজ করছে। তবে সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। গত ৩ এপ্রিল হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেনÑ সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি দেখতে হলে রিয়াদকেই সামরিক ব্যয় মেটাতে হবে।



 



এদিকে গত মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দাবি করেছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার না করার বিষয়ে ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top