মহড়া চলাকালীন কানাডার নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


প্রকাশিত:
৩ মে ২০২০ ১৯:৪৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫২

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬ ব্যাক্তি   ছবি: বিবিসি থেকে সংগৃহীত

 

প্রভাত ফেরী: ন্যাটো জোটের হয়ে মহড়া চলাকালীন অবস্থায় নিখোঁজ হওয়া কানাডার সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গ্রিক একটি দ্বীপে বিধ্বস্ত হেলিকপ্টারটির ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কানাডার সামরিক বাহিনী। তবে তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানা গেছে।

এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারে থাকা ষষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হলেন সাব-লেফটেন্যান্ট আব্বিগালি কোব্রো। তবে কী কারণে সিকোস্কি সিএইচ-১৪৮ সাইক্লোন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে তারা।

বুধবার আইয়োনিয়ান সাগরে অবস্থানরত কানাডার একটি ফ্রিগেট থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি গ্রিসের কেফালোনিয়া দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয়। ওই এলাকায় থাকা তল্লাশি ও উদ্ধার অভিযান দলটি এখন নিখোঁজদের লাশের খোঁজ করছে।

কানাডার সশস্ত্র বাহিনীর ‘ছয় সদস্যের মৃত্যুতে’ শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডার সশস্ত্র বাহিনীর ছয় সদস্যের মুত্যুতে দেশের সন নাগরিক যে শোক জানিয়েছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি আমি। নিহত সবাই এক একজন নায়ক ছিলেন, এবং প্রত্যেকের শূন্যস্থান আর কখনোই পূরণ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

কানাডা বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছ, হেলিকপ্টারে থাকা ছয় জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত বাকি পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন ক্যাপ্টেন। এছাড়া একজন ছিলেন সাব-লেফটেন্যান্ট এবং একজন মাস্টার-কর্পোরাল।


বিষয়: কানাডা


আপনার মূল্যবান মতামত দিন:


Top