সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে মেজরসহ ভারতের ৫ সেনাসদস্য নিহত


প্রকাশিত:
৪ মে ২০২০ ১৯:৪৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৩:০৩

সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে নিহত কর্ণেল আশুতোষ শর্মা

 

প্রভাত ফেরী: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার শুরু হয়ে গোলাগুলি চলে রোববার ভোররাত পর্যন্ত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সেনাবাহিনীর মোট চারজন সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা রয়েছেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার চাঞ্জমুল্লায় ওই বন্দুকযুদ্ধে দুই ‘সন্ত্রাসী’ নিহত হন। ‘সন্ত্রাসীদের’ হাত থেকে ‘বেসামরিক জিম্মিদের উদ্ধার’ অভিযানে একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ওই সেনা কর্মকর্তারা।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়। কুপওয়ারার চাঙ্গিমুল্লা এলাকায় সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের জিম্মি করে রেখেছেন; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে সেনা এবং পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত দল টার্গেট এলাকায় প্রবেশ করে বেসামরিক নাগরিকদের উদ্ধার করে।

ভারতের পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর শাকিল কাজিসহ নিরাপত্তাবাহিনীন পাঁচ সাহসী কর্মকর্তা দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।

ভারতীয় সেনা সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ছিল জঙ্গিরা। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। ‘পাক সন্ত্রাসবাদীর’ ছোড়া গুলিতে নিহত হন ৫ সেনা জওয়ান। অন্যদিকে হত্যা করা হয় দুই জঙ্গিকেও।


বিষয়: ভারত


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top