সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


এবার ইসরাইল-আমিরাত সামরিক মহড়া


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২১ ২১:৪১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১১:২৭

 

প্রভাত ফেরী: গ্রিসে চলা সামরিক মহড়ায় এবার ইসরাইলের সঙ্গে যোগ দিয়েছে আরব আমিরাত। গ্রিসে গত রোববার থেকে শুরু হওয়া এ মহড়া শেষ হবে আজ শুক্রবার। এ মহড়ায় স্বাগতিক দেশ গ্রিস ছাড়াও অংশ নিয়েছে সাইপ্রাস, ফ্রান্স, আমেরিকা, স্পেন ও কানাডা।
গত বছরের আগস্টে কথিত শান্তিচুক্তি সইয়ের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে ইহুদিবাদী দেশটির সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে আমিরাত। খবর তাসনিম নিউজের।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ায় যুদ্ধবিমানের ডগফাইট, ব্যাপকভিত্তিক বিমান হামলা ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার মুখে পালিয়ে যাওয়ার অণুশীলন চালায় দু পক্ষের সেনারা।
এর আগে ২০১৬ ও ২০১৭ সালের মহড়ায় ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি থেকে বিমান মহড়া চালিয়েছে কিন্তু এবার দুই পক্ষের মধ্যে প্রকাশ্য সামরিক সহযোগিতার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
ইসরাইলের পক্ষ থেকে এফ-১৫ এবং এফ-১৬ জঙ্গিবিমান, বোয়িং ৭০৭ রিফুয়েলিং ট্যাংকার ও গাল্ফস্ট্রিম জি-৫০৫ নজরদারি বিমান এ মহড়ায় অংশ নিচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top