সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি দেয়ার ঘোষণা


প্রকাশিত:
৮ জুন ২০২১ ২০:৪১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৫:২৪

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: সোমবার (৭ জুন) টুইট করে ভারতের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে। সেই সঙ্গে আহতরা ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্য পাবেন।

ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাতেই বাংলায় টুইট করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানান প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

প্রধানমন্ত্রীর মতোই নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গে প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’

সোমবার বিকেলে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিন বজ্রপাতে কেবল হুগলিও মুর্শিদাবাদ জেলাতেই নয়জন করে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় মারা গেছেন আরও নয় জন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top