সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


যুক্তরাজ্য পাসপোর্টে জেরুজালেমকে ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ বলছে


প্রকাশিত:
১৮ জুন ২০২১ ২১:২০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৯:০৭

 

প্রভাত ফেরী: ব্রিটিশ-ইসরাইলি নাগরিক আয়েলেত বালাবান পাসপোর্ট নবায়ন করার পর সম্পূর্ণ নতুন এক পরিস্থিতির মধ্যে পড়েছেন। পাসপোর্টে তার জন্মস্থান লেখা ছিল জেরুজালেম।
কিন্তু পাসপোর্ট নবায়নের পর সেখানে লেখা হয়েছে ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’। অর্থাৎ জেরুজালেমকেই ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ হিসেবে অভিহিত করা হয়েছে। অথচ ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসেছে ইসরাইল।
ইসরাইলি গণমাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে বালাবান বলেন, প্রাথমিকভাবে এই পরিবর্তন আমাকে স্তম্ভিত করে দেয়। আমি ভেবেছিলাম হয়তো ভুল হয়েছে।
বালাবান আরও বলেন, দুই বছর আগে ইস্যু করা আমার ভাইয়ের পাসপোর্টে ঠিকই জন্মস্থানের জায়গায় জেরুজালেম উল্লেখ রয়েছে।
বালাবান বলেন, আমি এ পাসপোর্ট নিয়ে কীভাবে চলব? এটি আমার ব্যক্তিগত পাসপোর্ট।
জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, জেরুজালেমের ওপর কোনো পক্ষের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে ব্রিটেন।
পূর্ব জেরুজালেমকে ইসরাইলের দখলকৃত অঞ্চল হিসেবে বিবেচনা করে ব্রিটিশ সরকার।
এদিকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইসরাইলের ব্রিটিশ দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: হারেৎজ

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top