সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ইসরাইলের আয়রন ডোম আর না কেনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ২০:৪৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:০৩

 

প্রভাত ফেরী: এ বছর ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্রব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার পর পেন্টাগন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনবে না ।

স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া ও ভূপাতিত করার লক্ষ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্রব্যবস্থা তৈরি করেছে ইসরাইল। সামরিকবিষয়ক মার্কিন ওয়েবসাইট ‘ডিফেন্স’ এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন ডাইনেটিক্স কোম্পানি নির্মিত ‘এনডিউরিং শিল্ড সিস্টেম’ এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এনডিউরিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে।

নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড মিসাইল রেঞ্জে এ বছর ওই পরীক্ষা চালানো হয়।  

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোম নির্মাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলেছে— তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না।

ইসরাইলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি তেলআবিবের জন্য মারাত্মক বিপর্যয়।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট কাঙ্ক্ষিতমাত্রায় বাধা দিতে ও ভূপাতিত করতে পারেননি আয়রন ডোম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top