সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


যুদ্ধক্ষেত্রে টহল দিবে এমন সশস্ত্র রোবট উন্মোচন করেছে ইসরাইল


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২০:০৮

 

প্রভাতে ফেরী: ইসরাইল দাবি করছে, যুদ্ধক্ষেত্রে টহল দিতে পারে, অনুপ্রবেশকারীদের ট্র্যাক করতে পারে এবং সরাসরি গুলি চালাতে পারে এমন রোবট উন্মোচন করেছে তারা। যা ইসরাইলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ একটি দূর-নিয়ন্ত্রিত সশস্ত্র রোবট।

সোমবার উন্মোচিত এ যানটিকে তারা ড্রোন-প্রযুক্তির বিশ্বে সর্বশেষ সংযোজন বলে আখ্যা দিয়েছে।

ফোর-হুইল-ড্রাইভ রোবটটি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ‘রেক্স এমকে টু’। এই কোম্পানির স্বায়ত্তশাসিত সিস্টেম বিভাগের উপপ্রধান রানী অবনী বলেন, ইলেকট্রনিক ট্যাবলেট দ্বারা পরিচালিত এ যানটি দু’টি মেশিনগান, ক্যামেরা ও সেন্সর দিয়ে সজ্জিত। এটি স্থলসৈন্যদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে, আহত সৈন্য ও সামগ্রী যুদ্ধের ভেতরে ও বাইরে নিয়ে যেতে পারে এবং নিকটবর্তী লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে।

ইসরাইলিরা বর্তমানে এর চেয়ে ছোট আকারের জাগুয়ার নামের একটি যান সীমান্ত টহলের কাজে ব্যবহার করে। আধা-স্বায়ত্তশাসিত জাগুয়ার একটি মেশিনগান দিয়ে সজ্জিত। গাজা-ইসরাইল সীমান্তে টহল দেয়ার ক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে যানটির ডিজাইন করা হয়েছিল। এটি গাইডেড মিসাইলে সজ্জিত ড্রোনসহ অনেক সরঞ্জামের মধ্যে একটি, যা ইসরাইলি সামরিক বাহিনীকে হামাসের ওপর প্রাধান্যের সুযোগ তৈরি করে দিয়েছে।

 ইসরাইলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ একটি দূর-নিয়ন্ত্রিত সশস্ত্র রোবট উন্মোচন করেছে। তাদের দাবি, এটি যুদ্ধক্ষেত্রে টহল দিতে পারে, অনুপ্রবেশকারীদের ট্র্যাক করতে পারে এবং সরাসরি গুলি চালাতে পারে।

সোমবার উন্মোচিত এ যানটিকে তারা ড্রোন-প্রযুক্তির বিশ্বে সর্বশেষ সংযোজন বলে আখ্যা দিয়েছে।

ফোর-হুইল-ড্রাইভ রোবটটি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ‘রেক্স এমকে টু’। এই কোম্পানির স্বায়ত্তশাসিত সিস্টেম বিভাগের উপপ্রধান রানী অবনী বলেন, ইলেকট্রনিক ট্যাবলেট দ্বারা পরিচালিত এ যানটি দু’টি মেশিনগান, ক্যামেরা ও সেন্সর দিয়ে সজ্জিত। এটি স্থলসৈন্যদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে, আহত সৈন্য ও সামগ্রী যুদ্ধের ভেতরে ও বাইরে নিয়ে যেতে পারে এবং নিকটবর্তী লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে।

ইসরাইলিরা বর্তমানে এর চেয়ে ছোট আকারের জাগুয়ার নামের একটি যান সীমান্ত টহলের কাজে ব্যবহার করে। আধা-স্বায়ত্তশাসিত জাগুয়ার একটি মেশিনগান দিয়ে সজ্জিত। গাজা-ইসরাইল সীমান্তে টহল দেয়ার ক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে যানটির ডিজাইন করা হয়েছিল। এটি গাইডেড মিসাইলে সজ্জিত ড্রোনসহ অনেক সরঞ্জামের মধ্যে একটি, যা ইসরাইলি সামরিক বাহিনীকে হামাসের ওপর প্রাধান্যের সুযোগ তৈরি করে দিয়েছে।

 ইসরাইলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ একটি দূর-নিয়ন্ত্রিত সশস্ত্র রোবট উন্মোচন করেছে। তাদের দাবি, এটি যুদ্ধক্ষেত্রে টহল দিতে পারে, অনুপ্রবেশকারীদের ট্র্যাক করতে পারে এবং সরাসরি গুলি চালাতে পারে।

সোমবার উন্মোচিত এ যানটিকে তারা ড্রোন-প্রযুক্তির বিশ্বে সর্বশেষ সংযোজন বলে আখ্যা দিয়েছে।

ফোর-হুইল-ড্রাইভ রোবটটি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ‘রেক্স এমকে টু’। এই কোম্পানির স্বায়ত্তশাসিত সিস্টেম বিভাগের উপপ্রধান রানী অবনী বলেন, ইলেকট্রনিক ট্যাবলেট দ্বারা পরিচালিত এ যানটি দু’টি মেশিনগান, ক্যামেরা ও সেন্সর দিয়ে সজ্জিত। এটি স্থলসৈন্যদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে, আহত সৈন্য ও সামগ্রী যুদ্ধের ভেতরে ও বাইরে নিয়ে যেতে পারে এবং নিকটবর্তী লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে।

ইসরাইলিরা বর্তমানে এর চেয়ে ছোট আকারের জাগুয়ার নামের একটি যান সীমান্ত টহলের কাজে ব্যবহার করে। আধা-স্বায়ত্তশাসিত জাগুয়ার একটি মেশিনগান দিয়ে সজ্জিত। গাজা-ইসরাইল সীমান্তে টহল দেয়ার ক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমাতে যানটির ডিজাইন করা হয়েছিল। এটি গাইডেড মিসাইলে সজ্জিত ড্রোনসহ অনেক সরঞ্জামের মধ্যে একটি, যা ইসরাইলি সামরিক বাহিনীকে হামাসের ওপর প্রাধান্যের সুযোগ তৈরি করে দিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top