সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


১-১৮ নভেম্বর বিধানসভার অধিবেশন বসার সম্ভাবনা


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২১ ২০:১৪

আপডেট:
৫ মে ২০২৪ ০১:০০

 

প্রভাত ফেরী: পুজোর পর বিধানসভার দফতর খুলতেই অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয়মন্ত্রী। তাই পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে ১-১৮ নভেম্বর। সোমবার এ কথা জানিয়েছেন পরিষদীমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

প্রায় দু’ঘণ্টা বৈঠক চলে দু’জনের মধ্যে। তারপরেই পার্থ বলেন, ‘‘আইন দফতরের সঙ্গে কথা বলে দেখতে হবে ক’টি বিল বকেয়া পড়ে রয়েছে। আমি জানি কয়েকটি বিল বকেয়া রয়ে গিয়েছে। ১ নভেম্বর থেকে হতে পারে বিধানসভার অধিবেশন।’’ তবে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে চান তিনি।

প্রসঙ্গত, ১ নভেম্বর শোকপ্রস্তাব পাঠের পর শেষ হয়ে যাবে অধিবেশনের কাজকর্ম। পরদিন রাখা হয়েছে কর্মদিবস হিসেবে। তবে ৩-৭ নভেম্বর কালীপুজো ও দীপাবলি উৎসবের জন্য বন্ধ থাকবে অধিবেশনের কাজকর্ম। আবার ৮ নভেম্বর বসবে অধিবেশন। আবার ৯ এবং ১০ নভেম্বর ছুটি ছটপুজোর জন্য। তবে ১১ ও ১২ নভেম্বর ফের হবে অধিবেশন। ১৩-১৪ নভেম্বর শনি ও রবিবারের ছুটি।

১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষেও বন্ধ থাকবে অধিবেশন। ১৬-১৮ নভেম্বর তিনদিনহয়ে শেষ হবে শীতকালীন অধিবেশন। সব মিলিয়ে আটদিন বসতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার এ বারের অধিবেশন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top